নিজস্ব প্রতিবেদক

  ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেন্টাল ভর্তি পরীক্ষায় উপেক্ষা স্বাস্থ্যবিধি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এক বছরেরও বেশি সময় পর ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) অনুষদের ভর্তি পরীক্ষা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীসহ সারা দেশের নির্ধারিত ভেন্যুগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়। সকাল সাড়ে ৯টার পর কোনো শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড/প্রবেশ পত্র নিয়েই কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। প্রতিটি কেন্দ্রের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সারা দেশের সরকারি ডেন্টাল কলেজ ও বিভিন্ন ডেন্টাল ইউনিটে আসন ৫৪৫টি। গতকাল পরীক্ষা নেওয়া হয় দেশের ৮ কেন্দ্রের ২২টি ভেন্যুতে। এরমধ্যে সাধারণ সিট ৫৩০টি আর উপজাতির জন্য বরাদ্দ ১৫টি। তবে নানা কারণে এবার খুব বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেননি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, ঢাকার তিনটি কেন্দ্র এবং রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ‘আমরা ওএমআর শিট সংগ্রহ করেছি। এখন ফল তৈরির কাজ শুরু হবে।’

কবে নাগাদ ফল প্রকাশ করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট করে কোনো তারিখ জানাতে পারছি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close