আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর)

  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

এরশাদুলের নতুন আবিষ্কার

ওয়েল্ডিং মেশিন ছাড়াই ঢালাই হচ্ছে লোহা

খুব কম খরচে এবং সহজেই প্লাস্টিকের এক বালতি পানির সাহায্যে ওয়েল্ডিং মেশিন ছাড়াই লৌহজাত দ্রব্য ঝালাই হবে। এমন একটি নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন পার্বতীপুরের এরশাদুল হক। তার এই উদ্ভাবন আলো ছড়াচ্ছে এলাকার বেকার যুবকদের মাঝে। এই আবিষ্কার তার জীবনে এনে দিয়েছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য।

উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি দোকান ঘরে পুরাতন এলইডি বাল্ব মেরামত, ওয়াটার পাম্প, এমপি ফায়ার, ডিজিটাল সাউন্ড বক্স, নষ্ট ব্যাটারি মেরামতের কাজ করে কোনো রকমে জীবনযাপন করতেন এরশাদুল হক (৪০)। দোকানের কাজের মাঝে স্বল্পমূল্যে বিনা পুঁজিতে কীভাবে ওয়েলডিং মেশিন ছাড়াই লৌহজাত দ্রব্য ঝালাই করা যায় এটি নিয়ে মাথা খাটাতে থাকেন তিনি। দীর্ঘ পরিকল্পনা শেষে বিদ্যুতের সঙ্গে কিছু তার ও এক বালতি পানির সংযোগ ঘটিয়ে লৌহজাত দ্রব্য ঝালাই কাজ শুরু করেন। যেখানে একটি ওয়েল্ডিং বসাতে দরকার হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। সেখানে স্বল্পমূল্যে কোনো রকম পুঁজি ছাড়াই এমন একটি আবিষ্কার এলাকায় সাড়া জাগিয়েছে। তিনি ভবিষ্যতে এটিকে আধুনিক করতে বিদ্যুৎ ছাড়াই ওয়েল্ডিং কাজ করার সম্ভাবনার কথা জানান। এটি আবিষ্কার করে এখন তিনি স্বাবলম্বী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close