নিজস্ব প্রতিবেদক

  ০১ ফেব্রুয়ারি, ২০২০

চীন থেকে ফিরেছেন ৩৬১ জন, স্বজনদের ধৈর্য ধরার আহ্বান

নতুন করোনাভাইরাস সংক্রমণের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩৬১ বাংলাদেশিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তাদের সবাইকে আশকোনো হজ ক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এ কথা জানান।

পর্যবেক্ষণের সময় তাদের সঙ্গে দেখা করার জন্য স্বজনরা যেন ব্যাকুল না হয়ে পড়েন, সে জন্য তাদের ধৈর্য ধরার আহ্বান

জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, চীন থেকে যারা ঢাকায় এসেছেন, তাদের খবর সময়ে সময়ে জানানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আশকোনায় পর্যবেক্ষণে যাদের সুস্থ পাওয়া যাবে, তাদের বাড়ি যেতে দেওয়া হবে। আর কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

জাহিদ মালেক বলেন, ‘(চীন থেকে যারা ফিরেছেন তাদের সঙ্গে) যারা দেখা করার জন্য ব্যাকুল হবেন, আমরা তাদের আহ্বান করবÑ তারা যেন দেখার জন্য ব্যাকুল না হন, জোরাজুরি না করেন। আমরা তাদের টাইম টু টাইম খবর দেব। সে খবর দেওয়ার ব্যবস্থাও আমরা করেছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, তারা দেশের সন্তান, তাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদের। এটাও আমাদের দায়িত্ব যদি কেউ সংক্রমিত হয়, তা যেন ছড়িয়ে না পড়ে, আমাদের দেশ যাতে নিরাপদে থাকে, সেজন্য সব ব্যবস্থা নিয়েছি।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল। ছাত্র-ছাত্রীদের দুর্গতির কথা শুনে আমাদের নির্দেশ দিয়েছেন তাদের স্বদেশে নিয়ে আসার জন্য। চীন সরকার বলেছিল ১৪ দিন আগে তাদের রিলিজ করবে না। গতকাল আমাদের জানিয়েছে একটা পকেট পেয়েছে, যখন আমাদের দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা নিয়ে আসেন।’

চীন থেকে দেশে ফিরতে ১৯টি পরিবার, ১৮ শিশু এবং দুই বছরের কম বয়সি দুই শিশুসহ ৩৬১ জন নিবন্ধন করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, উহান ও এর আশপাশের কয়েকটি এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সরিয়ে নিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close