নিজস্ব প্রতিবেদক

  ০৬ অক্টোবর, ২০১৯

‘জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি’

জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শনিবার সকালে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাকবিশিস আয়োজিত এক আলোচনায় এ কথা বলেন তিনি। সেই সঙ্গে শিক্ষকদের মান উন্নয়নে উন্নত প্রশিক্ষণের গুরুত্বও তুলে ধরেন উপমন্ত্রী। শিক্ষকদের কোন ধরনের প্রশিক্ষণ প্রয়োজন তার প্রস্তাবনা মন্ত্রণালয়ের দেওয়ার আহ্বানও জানান তিনি।

বেসরকারি শিক্ষকরা অবসরের ভাতা পেতে কত সময় লাগে সে বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন জানিয়ে উপমন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পেতে দীর্ঘসূত্রিতা রোধে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে সচিবের কাছে জানতে চেয়েছেন এখনো কতটুকু দীর্ঘসূত্রিতা আছে। তিনি সুনির্দিষ্ট উত্তর জানতে চেয়েছেন। আমরা বিশ্বাস করি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। যারা ফান্ড নিয়ে বসে আছে তাদের ফান্ডও রাষ্ট্রের কাছে নিয়ে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় কর্মক্ষম জনগোষ্ঠী তৈরিতে শিক্ষকদের আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সংরক্ষিত মহিলা আসনের এমপি তহমিনা বেগম বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা দিয়ে দেশ গঠনের কাজ শুরু করেছিলেন। তিনি বেঁচে থাকলে হয়ত সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে যেত।

তিনি আরো বলেন, শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করা সবার দাবি। অনেকেই অবসর ভাতা পাওয়ার আগেই মারা যান। তাই সেদিকে নজর রাখতে হবে।

বাকবিশিস সভাপতি প্রফেসর মো. আবদুর রশীদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যাপক সিরাজুল হক আলো, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. গোলাম ফারুক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close