রংপুর ব্যুরো

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

রংপুর-৩

সাত প্রার্থীর মনোনয়ন বৈধ

রংপুর-৩ আসনে উপনির্বাচনে সাত প্রার্থীর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ, বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র আসিফ শাহরিয়ার, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান ম-লÑ এই সাতজনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপি এবং বিধি অনুযায়ী মনোনয়নপত্র দাখিল না করাসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কাওসার জামান ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে পরবর্তী তিন দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর আসনটিতে উপনির্বাচন হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close