মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১৮ ডিসেম্বর, ২০১৮

মনোহরগঞ্জে মোঃ তাজুল ইসলাম

নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ তাজুল ইসলাম বলেছেন, নৌকা মানে দেশ এবং দেশের মানুষের উন্নয়ন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে। নৌকা মার্কায় ভোট দিলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। আমার নির্বাচনী আসন লাকসাম ও মনোহরগঞ্জে ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা হবে। আমাদের হাতে হাতে আজকে যে মোবাইল ফোন এসেছে তাও শেখ হাসিনার অবদান। খালেদা জিয়ার আমলে তার মন্ত্রী মোরশেদ খান ১ লাখ ১০ হাজার টাকায় এ মোবাইল ফোন বিক্রি করেছেন। আজকে শেখ হাসিনার সরকার প্রাইমারি স্কুলের দফতরির বেতন দিচ্ছে সাড়ে ১৪ হাজার টাকা। বিএনপির আমলে অনেক প্রধান শিক্ষকের বেতনও ১৪ হাজার টাকা ছিল না। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তার সফলভাবে বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছেছে। গত রোববার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং উত্তর হাওলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বিদ্যুৎ মাঝে মাঝে আসত আর এখন বিদ্যুৎ মাঝে মাঝে যায়। খালেদা জিয়া জনগণকে বিদ্যুৎ দিতে পারেননি, বিদ্যুতের নামে লুটপাট করেছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে আজ বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। আমার নির্বাচনী আসন লাকসাম উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে শিগগিরই মনোহরগঞ্জ উপজেলাকেও শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হবে। এ সরকারের আমলে বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তা সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা প্রফেসর গোলাম মোস্তফা এসব উঠান বৈঠকে উপস্থিত থেকে বলেন, লাকসাম-মনোহরগঞ্জে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় মহাজোটের শরিক হিসেবে আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা মোঃ তাজুল ইসলাম এমপিকে সমর্থন জানাচ্ছি। সেই সঙ্গে এই আসনে যারা জাতীয় পার্টি করেন তাদের আহ্বান জানাচ্ছি ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিতে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মন্নান মনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল কালাম আজাদ, খিলা ইউপি চেয়ারম্যান মো. আল আমিন ভূঁইয়া, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরণ, আওয়ামী লীগ নেতা এস এম হেলাল, অধ্যক্ষ আবদুল মতিন, লায়ন হারুনুর রশিদ, লাকসাম উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, জানে আলম, এম এইচ নোমান, মহিউদ্দিন, আমির হোসেন, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক শামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বেল্লাল হোসেন, নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল, যুবলীগ নেতা জুয়েল রানা, আনিসুর রহমান শামীম, খিলা ইউপি মেম্বার ইসমাইল হোসেন বাবুল, ডা. মহিন উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাকসুদ আলম, আবদুল হালিম অভি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহসভাপতি মো. আলী আক্কাছ, সহসভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিকী, আবদুল জলিল অনু, ছাত্রলীগ নেতা আরেফীন রুবেল, আবদুল হান্নান, রফিক হোসেন, মশিউর রহমান মিলন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close