সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

তাড়াশে প্রতিবন্ধী রোকসানা হত্যায় গ্রেফতার ২

সিরাজগঞ্জের তাড়াশে শারীরিক প্রতিবন্ধী রোকসানা খাতুন হত্যার ঘটনায় দুই পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান। গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘুরিয়া জিআরপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে আবদুল আজিজ ও একই গ্রামের একাধিক হত্যা মামলার আসামি আকবর আলী। নিহত রোকসানা দিঘুরিয়া জিআরপাড়া গ্রামের মৃত তয়জাল প্রামানিকের মেয়ে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত রোকসানা তার ভাই রেজাউল করিমের বাড়িতে থাকতেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। রাতে পাশের ঘরে থাকা তার ভাই-ভাবি চিৎকার শুনে বাইরে আসার চেষ্টা করেন। কিন্তু তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় বেরোতে দেরি হয়। বেশ কিছুক্ষণ পর বিকল্প চেষ্টায় ভাই-ভাবি বাইরে বের হন এবং রোকসানাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোকসানার লাশ উদ্ধার করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বলেন, অন্যকে ফাসানোর জন্য প্রতিবন্ধী রোকসানাকে হত্যার পরিকল্পনা করে আবদুল আজিজ ও আকবর আলী। এই হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close