নিজস্ব প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০১৮

৮ বছরে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ

আট বছরে বাংলাদেশে তামাকের ব্যবহার আট শতাংশ কমেছে। ২০১৭ সাল শেষে দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫.৩ শতাংশে। ২০০৯ সালে যা পরিমাণ ছিল ৪৩.৩ শতাংশ। হিসাব অনুযায়ী আট বছরে দেশে তামাকের ব্যবহার কমেছে আট শতাংশ।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের (গ্যাটস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে তামাক ব্যবহারকারীদের ৪৬ শতাংশ পুরুষ, ২৫.২ শতাংশ নারী। বাড়িতে ৩৯ শতাংশ, কর্মক্ষেত্রে ৪২.৭ শতাংশ এবং গণপরিবহনে ২৩.৪ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার।

টোব্যাকো অ্যাটলাস ২০১৮ প্রতিবেদন বলা হয়েছে, তামাক ব্যবহারজনিত রোগ বছরে ১ লাখ ৬১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পঙ্গুত্ববরণ করে ৩ লাখ ৮২ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে গ্যাটস এ জরিপ করে আসছে। এ সময় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সিরাজুল হক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close