নিজস্ব প্রতিবেদক

  ১০ জুলাই, ২০১৮

বিএফইউজে নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের ওপর আদালতের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই নির্বাচনে একটি প্যানেলের সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক, মহাসচিব পদপ্রার্থী শাবান মাহমুদ, অন্য প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোল্লা জালাল এ তথ্য জানান। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আলাদা সমাবেশে অংশ নিয়ে তারা এ তথ্য দেন। বিএফইউজে নির্বাচনের দাবি আদায় সংগ্রাম পরিষদ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মোল্লা জালালসহ অন্য নেতারা। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। অন্যদিকে, বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ওমর ফারুক, শাবান মাহমুদসহ অন্য নেতারা।

সমাবেশে সাংবাদিক নেতারা জানান, ঢাকার প্রথম শ্রম আদালত বিএফইউজে নির্বাচনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন। আগামী যেকোনো সময় এ নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের সমাবেশে আগামীকাল বুধবার এ নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হয়। সমাবেশ শেষে নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মবিনুল ইসলাম জানান, ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহানের আদালত সোমবার স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন। ফলে যে ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল, সেই তালিকাতেই নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। মোল্লা জালাল বলেন, ‘ভোটার তালিকা অ্যাজ ইট ইজ থাকবে। নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। আমরা দ্রুত নির্বাচন দাবি করছি।’ আলাদা সমাবেশে ওমর ফারুক বলেন, ‘যারা ষড়যন্ত্র করে ভোট বানচাল করার চেষ্টা করেছিল, তাদের পরাজয় হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist