প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ জুন, ২০১৮

প্রথম কলাম

‘ওয়েলকাম টু আমেরিকা’

একটি শিশু ভীতসন্ত্রস্ত হয়ে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। এমনই একটি ছবির পাশে লেখা ‘ওয়েলকাম টু আমেরিকা’। বিশ্বের প্রখ্যাত ও প্রভাবশালী ম্যাগাজিন ‘টাইম’ নিজেদের প্রচ্ছদ এভাবেই করেছে। আগামী জুলাই সংখ্যার প্রচ্ছদে এই ছবি দেখা যাবে। যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক পরিবারগুলোর বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অনুপ্রবেশের অভিযোগে আটক শিশুদের বাবা ও মায়ের কাছ থেকে আলাদা করে আশ্রয়কেন্দ্রে রাখার উদ্যোগ নেয় দেশটির প্রশাসন। আলাদা করা এই শিশুদের কান্নাসহ বিভিন্ন হৃদয়বিদারক ছবি প্রকাশ হতে থাকে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই তীব্র সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তবে অনুপ্রবেশকারী ও তাদের শিশুদের আলাদা করার নীতি থেকে গত বুধবার সরে আসার কথা জানিয়েছেন ট্রাম্প। বিবিসি গতকাল শুক্রবার এ খবর জানায়।

যুক্তরাষ্ট্র সীমান্তে কান্নারত একটি শিশুর ছবি ট্রাম্পের ছবির সামনে রেখে মিলিয়েছে টাইম ম্যাগাজিন। প্রচ্ছদটি কীভাবে হলো তা নিজেদের অনলাইন সংস্করণে জানিয়েছে টাইম। শিশুর ছবিটি তুলেছেন পুলিৎজার পুরস্কারজয়ী ফটো সাংবাদিক জন মুর। টাইম জানায়, এমন একটা ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। যে নীতির কারণে পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে শিশুরা। বিষয়টি তুলে ধরার জন্যই এমন একটি প্রচ্ছদ তৈরির কথা ভাবে ম্যাগাজিনটি। আগামী ২ জুলাই ওই সংখ্যাটি বাজারে আসবে বলে জানা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist