নিজস্ব প্রতিবেদক

  ০৬ মে, ২০১৮

সমাজে বৈষম্য দূর করতে মার্কসের শিক্ষা কাজে লাগেতে হবে : মেনন

পুঁজিবাদী বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্ল মার্কসের শিক্ষা কাজে লাগাতে বলেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, বাংলাদেশে উন্নয়নের ধারার বিপরীতে রয়েছে আয় বৈষম্য ও সাম্প্রদায়িক মানসিকতা। সমাজে অগ্রসরতা যখন এসেছে তখন তার বিপরীতে নেমে আসছে চরম বিপর্যয়। আজকে এমন অবস্থায় যারা সমাজে বিপ্লব চান, শ্রমিক শ্রেণির মুক্তি চান, সমাজে তাদের রাজ প্রতিষ্ঠা করতে চান, কার্ল মার্কসের কাছে তাদের ঐতিহাসিক দায় রয়েছে।

কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মেনন বলেন, পুঁজিবাদ সম্পর্কে মার্কসের লেখা, চিন্তা-ভাবনা, বিশ্লেষণ ও পুঁজিবাদের সংকট নিয়ে তার ভবিষ্যদ্বাণী সমাজতান্ত্রিক আন্দোলনের পথে আজও প্রাসঙ্গিক। পুঁজিবাদী শাসনব্যবস্থাকে হারিয়ে দিয়ে সমাজতন্ত্রের ক্ষতগুলো নিরূপণ করে শ্রেণি সংগ্রাম কীভাবে কাজ করবে তা খুঁজে পেতে হলে যেতে হবে মার্কসের কাছে।

তিনি বলেন, বর্তমান যুগের পুঁজিভিত্তিক উৎপাদন প্রণালি আর সেই প্রণালি থেকে জন্ম নেওয়া বুর্জোয়া শ্রেণি যে বিশেষ বিধি অনুযায়ী চলছে তা মার্কস আবিষ্কার করেছেন। মার্কস নিবেদন করেছিলেন, একদিন শ্রমিক শ্রেণির রাজ কায়েম হবেÑ এই ধারণাটিই তার নিজের পক্ষে শেষ আবিষ্কার। ইংরেজিতে এই ধারণার তর্জমা হলো ডিক্টেটরশিপ অব দ্য প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণির একান্ত শাসন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আলোচনা অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist