রাজশাহী প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

মেয়াদোত্তীর্ণ বোতলের কোমলপানীয় জব্দ

রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় মেয়াদোত্তীর্ণ বোতলের গায়ে নতুন করে তারিখ লাগানোর সময় বিপুল পরিমাণ কোমলপানীয় জব্দ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে অভিযান চালিয়ে পেপসি, সেভেনআপ, মিরিন্ডা এবং মাউন্টেনডিউ ব্র্যান্ডের কোমলপানীয় জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, আনারুল ইসলাম আনার নামে এক ডিলার বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পেপসি, সেভেনআপ, মিরিন্ডা এবং মাউন্টেনডিউ বাজার থেকে সংগ্রহ করেন। এরপর সেগুলো কোম্পানিতে ফেরত না দিয়ে মেয়াদের তারিখ ঘষে তুলে ফেলে নতুন করে সেখানে মেয়াদ দিচ্ছিলেন। গোপনে এই সংবাদ পেয়ে ওই ডিলারের গুদামে অভিযান চালানো হয়। এরপর প্রায় দুই হাজার বোতল তরলপানীয় জব্দ করা হয়। সেসঙ্গে মেয়াদোত্তীর্ণ প্রায় ৫০০ প্যাকেট বিস্কুটও জব্দ করা হয়। এগুলো পরে ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই ডিলার পালিয়ে যান। পরে গুদামের ম্যানেজার আশরাফুল হকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist