reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০২৪

প্রথম শ্রেণির ক্রিকেট আমাদের বেশি করে খেলতে হবে : শান্ত

সিলেট টেস্টের মতো চট্টগ্রামেও নাজমুল শান্তর দল হেরেছে বড় ব্যবধানে। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা দ্বিতীয়টিতেও ব্যাটিং বিভাগে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। লঙ্কানরা যেখানে গড়েছে ৫৩১ রানের বিশাল সংগ্রহ সেখানে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৭৮ রানে।

এরপর লঙ্কানদের দেওয়া ৫৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও জয়-জাকির-শান্ত-লিটনদের কেউই ব্যাট হাতে দলের হাল ধরতে পারেননি। ফলে ৩১৮ রানে অলআউট হলে ১৯২ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা।

এদিকে লঙ্কানদের কাছে বিশাল ব্যবধানে হারের পর আজ ম্যাচ শেষে টাইগারদের অধিনায়ক শান্ত বলেছেন, উইকেটে সেট হয়েও টাইগার ব্যাটারদের ব্যাট হাতে বড় রান না করতে পারাই ব্যর্থতার কারণ। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেও মনোযোগী হতে বলেছেন তিনি।

ম্যাচ শেষে আজ শান্ত বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে তাকালে দেখবেন, সবাই সেট হয়েছে ঠিকই কিন্তু বড় রান করতে পারেনি। এটা নিয়ে ভাবতে হবে। উইকেটে সেট হয়ে গেলে বড় রান করতে হবে। আমাদের বেশি করে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেস্ট সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close