ক্রীড়া প্রতিবেদক

  ০৭ জানুয়ারি, ২০২০

বাতিলের পথে পাকিস্তান সফর

সংবাদমাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের অনেক আস্ফালন শোনা যাচ্ছে। পাকিস্তানের প্রচারমাধ্যমসহ দেশটির সাবেক ক্রিকেটাররাও তাদের মতো করেই কথা বলছেন। শুনে মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবশ্য করণীয় কাজই হলো তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাওয়া এবং তা না করলে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়া।

বিভিন্ন বার্তা সংস্থাও পিসিবি কর্তা ও সাবেক ক্রিকেটারদের একতরফা কথাবার্তা ফলাও করে প্রচার করছে। তবে বিসিবি কোনোভাবেই পাকিস্তানিদের ওই দাবি মানবে না, নিজ অবস্থান থেকে একচুলও নড়বে না। অর্থাৎ টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ একসঙ্গে খেলতে সন্ত্রাসকবলিত রাষ্ট্রে যাবে না। সে কথা বার বার জানিয়ে দেওয়ার পরও পিসিবির তা বোধগম্য হচ্ছে না। ভেতরে ভেতরে বাংলাদেশ যে পাকিস্তান সফরে যাওয়ার চিন্তা থেকে সরে অন্য কিছু করার কথা ভাবছে, পিসিবির কর্তারা হয়তো তা জানেনও না। ভেতরের খবর! হ্যাঁ, সেটাই সত্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক কাল বললেন, ‘পাকিস্তান সফর বাতিলই বলা যায়। আমরা কোনোভাবেই টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে টেস্ট খেলতে পাকিস্তানে দল পাঠাব না। বিসিবি এ চিন্তায় অনেক দূর এগিয়েছে। তাই আগামী মাসে (ফেব্রুয়ারিতে) জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হচ্ছে।’

যদিও বিসিবি থেকে এখনো সরাসরি পাকিস্তান সফর বাতিলের ঘোষণা আসেনি। বিসিবির ওই পরিচালকও আনুষ্ঠানিকভাবে বলেননি যে পাকিস্তান সফর বাতিল বলেই ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজিত হবে। তার কথা, যেহেতু মার্চের তৃতীয় সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ, তাই মার্চে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ না করে ফেব্রুয়ারিতে আয়োজনের কথা ভাবা হচ্ছে।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানিং (এফটিপি) অনুযায়ী, আগামী মার্চে বাংলাদেশে আসার কথা ছিল জিম্বাবুয়ের। এখন তা এগিয়ে এনে ফেব্রুয়ারিতে করার চিন্তা-ভাবনা চলছে। আসলে বিষয়টি চিন্তা-ভাবনার পর্যায় থেকে আরো এগিয়ে এসেছে। বিসিবির একাধিক শীর্ষকর্তা জানিয়েছেন, আগামী মাসের তৃতীয় সপ্তাহেই দেশে আসবে জিম্বাবুয়ে। ফেব্রুয়ারি মাসে জিম্বাবুয়ের বাংলাদেশে খেলতে আসার অর্থ হলো পাকিস্তান সফর বাতিল। হয়তো শিগগিরই ওই ঘোষণা আসবে এবং জিম্বাবুয়ের সঙ্গে ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের সিদ্ধান্তও চূড়ান্ত হচ্ছে। কাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খানের কণ্ঠেও মিলেছে তেমন আভাস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিসিবি,পাকিস্তান সফর,বাংলাদেশ ও পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close