reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০১৯

ভারতের মাটিতে বাংলাদেশের ড্র

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশি ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে ৮৮ মিনিটে আদিল খানের গোলে সমতায় ফেরে ভারত।

এর আগে সাদউদ্দিনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক থেকে হেড করে গোল করে সাদ। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। স্তব্ধ হয়ে যায় কলকাতার সল্ট লেক স্টেডিয়াম।

কলকাতায় ৩৪ বছর পরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত। দুই বাংলার ম্যাচে পরিণত হয়েছে লড়াইটি। যুব ভারতীয়র ৮৫ হাজার দর্শক ধারণক্ষম এই স্টেডিয়াম তাই দর্শকে কানায় কানায় ভরপুর। তাতে ভারতের দর্শক বেশি বলার অপেক্ষা রাখে না। সাদউদ্দিনের গোল করে তাই প্রথমার্ধে হৃদয় ভেঙেছেন ভারতীয় ভক্তদের।

বাংলাদেশের চেয়ে ভারত অবশ্য ফিফা র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। বাংলাদেশ আছে ১৮৭ অবস্থানে। ভারতের অবস্থান ১০৪। তারপরও প্রথমার্ধে সমানে সমানে লড়ে গেছে বাংলাদেশ।

জামাল ভূইয়াদের এ ম্যাচে ভরসা ছিল মুখোমুখি লড়াইয়ে আগের দুই ম্যাচের ফল। ওই দুই ম্যাচেই ভারতকে রুখে দেয় বাংলাদেশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close