লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০৩ জানুয়ারি, ২০২৪

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় সরকারমন্ত্রী

সাংবাদিকদের লেখায় দেশের গৌরব উজ্জ্বল হয়

কুমিল্লার লাকসামে বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : প্রতিদিনের সংবাদ

সাংবাদিকতাকে একটি মহান পেশা হিসেবে উল্লেখ করে সবাইকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘সাংবাদিকদের লেখনীর শক্তি অনেক বেশি। আপনাদের লেখার মাধ্যমে দেশের গৌরব উজ্জ্বল হয়।’

বুধবার সকালে কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবসহ উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন। উপজেলার লাকসাম পৌরসভার মো. তাজুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। পরে গতকাল বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

মো. তাজুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতা একটি মহৎ পেশা হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। সাংবাদিকতার অঙ্গীকার ও দায়িত্ব- মানুষকে সচেতন করার জন্য সত্য তথ্য দেওয়া। আগে মানুষ বনে বসবাস করত, কিন্তু আজকের পৃথিবীতে মানুষ অনেক বেশি সুবিধাভোগী। সাংবাদিকতাকে জানার জন্য ব্যক্তিগতভাবে সাংবাদিকতার বহু বই পড়েছি। সত্য তথ্য প্রচার হোক, সত্যিকার অর্থে এটা বড় বেশি দরকার।’

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী।

মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আমরা মানুষ, পেশাগতভাবে ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করি। আমাদের সবার মৌলিক দায়িত্ব ও অঙ্গীকার হওয়া উচিত সম্মিলিতভাবে সব মানুষের কল্যাণের জন্য কাজ করা। এই আধুনিক বিশ্ব পরিবর্তন হয়েছে সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে। তবে এই পৃথিবীর পরিবর্তনের জন্য কিছু ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন। একটি সুন্দর স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। গোটা জাতির উন্নতির স্বপ্ন নিয়ে তিনি কাজ আরম্ভ করেন। এখন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করে, দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার পথে এগিয়ে নিচ্ছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলি। আমি মনে করি, আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিৎ। এমন কোনো কাজ করা উচিত না, যে কাজের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। উপকার করার জন্য অঙ্গীকার নিয়ে আমার দায়িত্বটা নিয়েছি। আমি যখন যেখানে দায়িত্ব পালন করেছি, মন থেকে সঠিক ও সততার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’

কুমিল্লা-৯ আসনের চারবারের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা মুসলমান বা যে ধর্মের হই না কেন, আমি বড় হতে হতে বুঝে পেলাম- সব মানুষকে মৃত্যুর পরে একটা পরিণতি ভোগ করতে হবে, সেটা পুরস্কার বা তিরস্কার যাই হোক না কেন। ভালো কাজ করলে পুরস্কৃত হবে, খারাপ কাজ করলে তিরস্কৃত হবে। ব্যক্তিগতভাবে মনে করি, মানবকল্যাণ হলো বড় ধর্ম। মানুষের যেখানে অকল্যাণ, সেখানে কোনো ধর্মের সমর্থন আছে বলে বিশ্বাস করি না। সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে।’

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। সভায় বঙ্গবন্ধু টানেল, ঢাকা-চট্টগ্রাম ফোরলেন সড়ক, কুমিল্লা-নোয়াখালী ফোরলেন সড়ক, কুমিল্লা-লাকসাম-চট্টগ্রাম ডবল রেললাইন চালু, চট্টগ্রাম-কক্সবাজার নতুন রেললাইন সংযোগ, পদ্মা সেতু, যমুনা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও গ্রামকে শহরে রূপান্তরিত করাসহ বিভিন্ন মেগাপ্রকল্পের মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান।

সভায় লাকসাম প্রেস ক্লাবের সাংবাদিকদের বসার জন্য বঙ্গবন্ধু অডিটোরিয়ামে একটি কক্ষ ও পাবলিক লাইব্রেরি করতে আরেকটি কক্ষ দেওয়ার জন্য পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী।

লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকারমন্ত্রী,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম,নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close