reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মার্চ, ২০২৩

সুপ্রিম কোর্ট বারে ভোট চলাকালে সাংবাদিকদের মারধর

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের নিউজ কাভার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।

বুধবার (১৫ মার্চ) সকালে ভোটের নিউজ কাভার করতে গেলে এটিএন নিউজের জাবেদ আখতার, ইন্ডিপেন্ডেন্ট টিভির জান্নাতুল ফেরদৌস তানভী, আজকের পত্রিকার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক মৃধা, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম পুলিশের মারধরের শিকার হন।

মারধরের শিকার সাংবাদিকরা বলেন, তারা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের মারধর করেছে। আহত সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে পুলিশের কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার সকাল থেকে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচন ঘিরে দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুপ্রিম কোর্ট বার,নির্বাচন,পুলিশ,সাংবাদিক,মারধর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close