reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০২১

সুয়ারেজ খালে নিখোঁজের ৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ছয় ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে জীবিত উদ্ধার হলো রাজধানী সুয়ারেজ খালে পড়া এক ব্যক্তি। মিরপুরের কালশী এলাকার ২২ তলা গার্মেন্টসসংলগ্ন সুয়ারেজের খালে পড়া ওই ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মানিক মিয়া (৪০)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ওই ব্যক্তি সুয়ারেজ খালে পড়ে নিখোঁজ হন। এরপর দুপুর ৩টার দিকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাশার জানান, সকালে নিখোঁজ হওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের ২৬ জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। অবশেষে আমরা ঘটনাস্থল থেকে ৬০ গজ এলাকার মধ্যে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করি।

পল্লবী থানার উপ-পরিদর্শক মোঃ সামিউল ইসলাম জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে খুব দ্রুত মিরপুরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর তিনি এখন সুস্থ আছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুয়ারেজ খালে নিখোঁজ,জীবিত উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close