reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২০

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন এবং মারা গেছেন ১৪ জন।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জনে পৌঁছাল। ২৪ ঘণ্টায় ৩৬টি ল্যাবে ৫৬৩৮টি নমুনা পরীক্ষা হয়। এ যাবত আক্রান্ত ও মৃতের সংখ্যা এটিই সর্বোচ্চ। মৃতদের ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন।

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য দেন।

এক সপ্তাহ ধরে আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শনিবার আক্রান্ত ব্যক্তি শনাক্ত আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। এই দিন ৬৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু মাত্র একদিনের মাথায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,মৃত্যু,নমুনা পরীক্ষা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close