reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৯

ডিএমপি কমিশনার বললেন

বোমাটি সাধারণ ককটেলের চেয়ে শক্তিশালী ছিল

ফাইল ছবি

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, একটি স্বার্থানেষী মহল জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর মালিবাগে যে বোমার বিস্ফোরণ ঘটেছে এটি সাধারণ ককটেলের চাইতে শক্তিশালী।

সোমবার দুপুরে ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়াকে দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমাটি গাড়িতে পেতে রাখা হয়েছিল। কাউন্টার টেরোরিজম, ডিভি, সিআইডি ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

গতকাল রোববার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়ির কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত এক নারী পুলিশ ও রিকশা চালকসহ ৩ জন আহত হয়।

এদিকে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস ওই ঘটনার দায় স্বীকার করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিস্ফোরণ,আইএস,ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close