reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৮

জাতির উদ্দেশে ভাষণ ও তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় জানাতে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন হতে ফিড নিয়ে সিইসির ভাষণ প্রচার করতে পারবে।

ভাষণের আগে আগামীকাল সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভায় তফসিলের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত হবে। এরপর বেলা ৩টার দিকে বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড করা হবে।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে ভোটগ্রহণের পরিকল্পনা নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিইসি,নির্বাচন কমিশনার,তফসিল ঘোষণা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close