reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০২২

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (৮ জানুয়ারি) রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের আপিল বিভাগে নিয়োগ দেন।

রবিবার (৯ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

সংবিধান মোতাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রবিবার (৯ জানুয়ারি) আপিল বিভাগের নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে চার জন বিচারপতি রয়েছেন। এরমধ্যে ছুটিতে রয়েছেন বিচারপতি ইমান আলী। এখন বিচারকাজ পরিচালনা করছেন তিন জন বিচারপতি। সর্বোচ্চ আদালতে এই বিচারক সঙ্কটের মধ্যেই নিয়োগ পেলেন নতুন চার বিচারপতি। এই নিয়োগ পাওয়ার মধ্যে দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো আট জনে।

সংবিধান অনুযায়ী, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেয়া হয়ে থাকে। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি আপিল বিভাগে অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আপিল বিভাগ,বিচারপতি নিয়োগ,রাষ্ট্রপতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close