reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২৪

সৌদি আরবে চালু হচ্ছে মদের দোকান

কঠোর নিষেধাজ্ঞা ভেঙে পশ্চিমা ধাঁচের আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। সেই ধারাবাহিকতায় দেশটি এবার মদের দোকান চালু করতে যাচ্ছে। তবে এটি শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে শিগগিরই মদের দোকান চালু হতে যাচ্ছে। তবে কেবল অমুসলিম কূটনীতিকরাই ওই দোকান থেকে মদ কেনার সুযোগ পাবেন।

তবে এজন্য ভোক্তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের ক্লিয়ারেন্স কোড দেওয়া হবে। তবে মাসিক কোটার বিষয়েও শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি নথিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতেই মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ ছাড়া এটি দেশটির ভিশন-২০৩০-এরও একটি অংশ। যা ২০৩০ সালের পর সৌদির অর্থনীতিকে তেল বাণিজ্যের প্রভাব থেকে মুক্ত করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌদি আরব,মদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close