reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০২২

এল সালভাদরে বৃষ্টি-ভূমিধসে ৭ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

বৃষ্টি ও ভূমিধসে এল সালভাদরে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর আল জাজিরার।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, রাজধানীর দক্ষিণে হুইজুকার পৌরসভায় ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে দুই প্রাপ্তবয়স্ক নাগরিক এবং তিন শিশু নিহত হয়েছে।

এদিকে দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফার্নান্দো লোপেজ বলেছেন, এই বছরের বৃষ্টিপাতের হার স্বাভাবিক গড়কে ছাড়িয়ে ১৭৫১ মিলিমিটারে পৌঁছেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেশটির ২৯টি উপকূলীয় পৌরসভায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে সিভিল প্রোটেকশন ইউনিট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এল সালভাদর,বৃষ্টি,ভূমিধস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close