reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০২২

করোনা : উত্তর কোরিয়াজুড়ে কঠোর লকডাউন

উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছেন। এরপর দেশজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, পিয়ংইংয়ে অমিক্রন ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে কতজন আক্রান্ত হয়েছেন, তা বলা হয়নি।

এর আগে ২০২০ সালের জুলাইয়ে এক ব্যক্তির শরীরে কোভিড-১৯-এর লক্ষণ থাকায় সীমান্তবর্তী কেসাং শহরে সম্পূর্ণ লকডাউন আরোপের ঘোষণা দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, এটি ছিল ‘সবচেয়ে বড় জরুরি ঘটনা’। কিম জং উন কী ব্যবস্থা নেওয়া যায়—তা নিয়ে জরুরি বৈঠক করেছেন। সূত্র : বিবিসি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লকডাউন,উত্তর কোরিয়া,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close