reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০২১

করোনা : বিশ্বে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। এছাড়া বেড়েছে শনাক্ত নতুন রোগীও।

গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজার মানুষ। এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী বেড়েছে ৫০ হাজারের বেশি। নতুন আক্রান্তদের নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে।

এ সময়ে মারা যাওয়া ৭ হাজার ৪৬০ জনকে নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৮৮ হাজার ৬৮৭ জনে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৮০০ জন।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে রাশিয়া। করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় দেশটির অবস্থান তৃতীয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্ব,করোনাভাইরাস,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close