কলকাতা প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২১

রাজস্থানে বাসে জীবন্ত দগ্ধ হয়ে নিহত ৬

গুরুতর আহত আরও ১৭

ভারতের রাজস্থানে বাসে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন।

জানা গেছে, আজমির থেকে ২৫ জন যাত্রী নিয়ে মান্ডোলি থেকে বেওয়ার উদ্দেশে যাচ্ছিল একটি বাস। কিন্তু জালোর জেলার মহেশপুরে কাছে রাস্তা হারিয়ে ফেলেন বাসের চালক। সেই সময় ভুল করে সরু গলিতে ঢুকে পড়লে রাস্তায় একটি ঝুলে থাকা হাইটেনশন তার বাসের ওপরে এসে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন লাগে বাসটিতে। তারমধ্যে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় চালকসহ ছয়জনের। আতঙ্কে বাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন বাকি যাত্রীরা।

উদ্ধার কাজের জন্য আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছে দমকল ও পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর ছগন লাল গয়াল জানিয়েছেন, বাসের যাত্রীরা আজমির ও বেওয়ারের বাসিন্দা ছিলেন। তারা মান্ডোলির জৈন মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজস্থান,দগ্ধ হয়ে মৃত্যু,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close