জাবি প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

জাবির সঙ্গে অস্ট্রেলিয়া-বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের সমঝোতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে অস্ট্রেলিয়া-বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের ডিরেক্টর পংকজ কুমার রাজবংশী নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, অস্ট্রেলিয়া-বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের জি এম সমাপ্ত কুমার রাজবংশী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ সমঝোতার ফলে অস্ট্রেলিয়া-বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেড তাদের ল্যাবরেটরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেবে। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে সৌরশক্তি নিয়ে গবেষণার সুযোগ পাবেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,সমঝোতা স্বাক্ষর,সোলার পাওয়ার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close