reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০১৮

নোবিপ্রবিসাসের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন নোবিপ্রবি সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) সাংবাদিকরা।

সোমবার রাত ৮টায় ভিসি অফিসের কনফারেন্স রুমে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন নোবিপ্রবিসাসের সাংবাদিকরা। এতে নোবিপ্রবিসাসের সভাপতি নাজমুস সাকিব সাদী, সাধারণ সম্পাদক কামরুল হাসান শাকিম, দফতর সম্পাদক আমিনুল ইসলাম মহিম ও প্রচার সম্পাদক ওহী আলমসহ সাংবাদিক সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সফলতার সঙ্গে তিন বছর পূর্তি উপলক্ষে প্রফেসর এম অহিদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সমিতির সদস্যরা। সেইসঙ্গে গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ের ভৌত ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জানান উপস্থিত সাংবাদিকরা।

আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু কোনো পরীক্ষার্থী যাতে কোনোপ্রকার হয়রানির শিকার না হয় পরীক্ষাকালীন সেব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান এম অহিদুজ্জামান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,নোবিপ্রবি,ড. এম অহিদুজ্জামান,সৌজন্য সাক্ষাৎ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close