প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০২ অক্টোবর, ২০১৯

অনুপ্রবেশ : সীতাকুণ্ডে ৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুপ্রবেশের অভিযোগে ৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বলেন, গতকাল রাত ১০টার দিকে তারা খবর পান কক্সবাজার থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় আশ্রয় নিয়েছে। রাত ১১টার দিকে তারা ওই এলাকায় অভিযান শুরু করেন। পরে কেশবপুরের মোল্লাপাড়া এলাকায় মোবারক সওদাগরের ভাড়ার ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে সীতাকুণ্ড থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জেল হাজতে পাঠানো হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোহিঙ্গা আটক,অনুপ্রবেশ,সীতাকুণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close