রংপুর ব্যুরো

  ২৭ মে, ২০১৮

ব্যাংকে টাকা জমা দিতে এসে ব্যবসায়ীর লাখ টাকা চুরি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড রংপুর শাখায় টাকা জমা দিতে এসে এক লাখ টাকা চুরি হয়েছে শফি মিয়া নামে এক ব্যবসায়ীর। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের ভেতর এ ঘটনা ঘটে।

শফি মিয়া জানান, আরবি ট্রেডার্স নামে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার ছেলে হাসান শেখ ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী। প্রতিদিনের ন্যায় রোববার ৫ লক্ষ ৬৩ হাজার ৫শত টাকা জমা দেওয়ার জন্য তিনি ব্যাংকে আসেন। এ সময় ব্যাংক কর্মচারী হিসেবে পূর্ব পরিচিত এক ছেলে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। পরে কৌশলে এক লক্ষ টাকার একটি বান্ডিল চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

শফি মিয়া জানান, তিনি এর আগেও ওই ছেলেকে ব্যাংকে দেখেছিলেন। তাকে ব্যাংকের স্টাফ হিসেবে জানতেন। টাকা হারানোর পর তিনি জানতে পারেন যে ওই ছেলে ব্যাংকের কেউ না।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপাক ইব্রার বলেন, ভিডিও ফুটেজসহ আনুষাঙ্গিক নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। রংপুর নবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ভিডিও ফুটেজের মাধ্যমে চুরিকৃত টাকা উদ্ধারের জন্য সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ রিপোট লেখা পর্যন্ত রংপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলচ্ছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চুরি,ব্যবসায়ী,ব্যাংকে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist