reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২৪

জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন চত্বরে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব।

এবারের উৎবের প্রতিপাদ্য ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’। উৎসবে দেশের কবিদের পাশাপাশি অংশ নেবেন ভারত, নেপাল, ফিলিপাইন, মিসর, ইরাক, জার্মানি ও আর্জেন্টিনার কবিরা। শনিবার ঢাবির টিএসসির উৎসব দপ্তরে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

৩৬তম জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আসাদ মান্নান, কাজল বন্দ্যোপাধ্যায়, আসলাম সানী, দিলারা হাফিজ, নিপু শাহাদাত, ফয়জুল আলম পাপপু প্রমুখ।

দুদিনব্যাপী উৎসবে কবিতা পাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীত পরিবেশন হবে। উৎসবে ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’প্রাপ্ত কবির নাম ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় কবিতা উৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close