পাঠান সোহাগ

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

বৈরী প্রকৃতিতে বইমেলায় ছন্দপতন

সারা দিন ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই যথাসময়ে উন্মুক্ত হয় মেলার দ্বার। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পাঠক, ক্রেতা, দর্শনার্থী মেলায় প্রবেশ করেন। কিছুটা সময় মেলা প্রাঙ্গণে উচ্ছ্বাস ছিল। হঠাৎ ঝড়োহাওয়ায় ম্লান হয়ে যায় সব উচ্ছ্বাস। ঠিক সন্ধ্যা ৬টায় আয়োজক কমিটি ঘোষণা করে প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলা বন্ধ। কাল যথারীতি মেলা চলবে।

কল মেলার শেষ দিন। এ দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায়, শেষ হবে রাত ৯টায়। গত কয়েক দিন মেলায় ভিড় ছিল, বেচাকেনাও হয়েছিল ভালো। কিন্তু বিদায় বেলায় বৈরী প্রকৃতিতে যেন ছন্দপতন ঘটে।

বুধবার গ্রন্থমেলায় বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী চক্রের সন্ত্রাসী হামলার বার্ষিকীতে একুশে গ্রন্থমেলায় বিকেলে তাকে স্মরণ করা হয়। লেখক-পাঠক-প্রকাশকদের যৌথ উদ্যোগে বাংলা একাডেমির বর্ধমান হাউসের তথ্যকেন্দ্রের সামনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এ সময় আরো উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ সামাদ, সংগঠক কামাল পাশা চৌধুরী, প্রকাশক মাজহারুল ইসলাম ও প্রকাশক ওসমান গনি।

লেখক বলছি কর্নার : নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রশিদ আসকারী, মাহবুব রেজা, সুমন কুমার দাশ, শাহেদ ইকবাল ও শোয়েব সর্বনাম আলোচনা করেন।

নতুন বই : গতকাল অমর একুশে বইমেলার ২৭তম দিন ছিল। এদিনে গল্প ২৪, উপন্যাস ৩০, প্রবন্ধ ১২, কবিতা ১০২, গবেষণা তিন, ছড়া ২৩, শিশুসাহিত্য ১০, জীবনী ১১, রচনাবলি এক, মুক্তিযোদ্ধাবিষয়ক ছয়, বিজ্ঞান চার, ভ্রমণ এক, স্বাস্থ্যবিষয়ক পাঁচ, ধর্মীয় এক, অনুবাদ তিন, সায়েন্স ফিকশন এক ও অন্যান্য ১১টি নতুন বইসহ ২৪৮টি এসেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বইমেলা,বৃষ্টি,বাংলা একাডেমি,অমর একুশে গ্রন্থমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close