লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

লোহাগাড়ায় হেলমেট না থাকায় ৪ মোটর সাইকেল চালককে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে অভিযান চলাকালে হেলমেট না থাকায় ৪ মোটর সাইকেল চালককে ৩ হাজার টাকা এবং আধুনগর বাজারের সৈয়দ স্টোরকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোটর সাইকেল চালক শফিউল আজম শহীদ- ১ হাজার টাকা, মো: মহিউদ্দিন- ৫শ টাকা, মো: ইউনুছ- ১ হাজার টাকা ও মো: জকরিয়াকে ৫শ টাকা এবং সৈয়দ স্টোরকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার সদর ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট মো. এনায়েত কবির, লোহাগাড়া থানার এসআই অজ দেব শীলসহ সঙ্গীয় ফোর্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ সনের ৬৬ ধারায় ৪ মোটর সাইকেল চালক থেকে ৩ হাজার টাকা এবং সরকারী আদেশ অমান্য করায় ১৮৬০ সনের ২৬৯ ধারামতে সৈয়দ স্টোরকে ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোহাগাড়া,জরিমানা,হেলমেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close