reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০১৯

গোপনে শুকানো হচ্ছে পচা পেঁয়াজ

রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে শুকানো হচ্ছে পচা পেঁয়াজ। এসব পেঁয়াজ বেশি লাভের আশায় গুদামজাত করে রেখেছিল কিছু অসাধু ব্যবসায়ী।

দীর্ঘদিন বস্তাবন্দী থাকায় পচন ধরেছে পেঁয়াজে। সে কারণে মাটিতে বস্তা বিছিয়ে পচা পেঁয়াজ রোদে শুকিয়ে সেখানে থেকে ভালোগুলো বেছে বের করছেন তারা। এসব আংশিক পচা পেঁয়াজ বাজারে ১০০ টাকার উপরে কেজি দরে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ শুকানোর কাজটি করা হচ্ছে অনেকটা গোপনে। তবে অনেকেই গলিতে ভ্যানের উপরে বা ফাঁকা রাস্তায় শ্রমিক দিয়ে বাছাই করছেন পেঁয়াজ। কারা এমন মণকে মণ পেঁয়াজ বস্তায় ভরে রেখেছিল সে বিষয়ে কথা বলতে চান না কেউই।

শনিবার মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরসহ বেশ কিছু এলাকা ঘুরে পেঁয়াজ শুকানোর এমন দৃশ্য দেখা গেছে।

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ফাঁকা জায়গায় কমপক্ষে ৫০ মণ পচা পেঁয়াজ শুকানোর দৃশ্য দেখে যায়। পচা পেঁয়াজগুলো বার বার উল্টিয়ে দিচ্ছিলেন দুজন শ্রমিক।

স্থানীয় বেশ কয়েকটি বাজারে ঘুরে দেখা যায়, ভালো পেঁয়াজের পাশাপাশি পচা থেকে বাছাই করা আংশিক পচা পেঁয়াজও দোকানে বিক্রি হচ্ছে। প্রতি কেজির দাম ১০০ থেকে ১২০ টাকা। একটু অল্প দাম হওয়ায় অনেক সাধারণ মানুষই এসব আংশিক পচা পেঁয়াজ থেকে বেছে বেছে কিনছেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেঁয়াজ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close