কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ১৮ জুন, ২০১৯

কালিয়াকৈরে অবৈধ অ্যাসিড কারখানা বন্ধের দাবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ফকিরচালা এলাকায় অবৈধ এসিড কারখানা বন্ধের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে ওই কারখানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায় হয়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফকিরচালা দেওয়ানী চালা এলাকায় ২০০৮ সাল থেকে অবৈধভাবে গুডউইল বেসিক কেমিক্যাল নামে একটি কারখানায় সালফিউরিক এসিড তৈরি করে আসছে। বিষাক্ত এসিডে ওই এলাকার আশপাশের ৬-৭টি স্কুল, কলেজ, মাদাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অসুস্থ হয়ে পড়ছে প্রতিনিয়ত। এছাড়া গাছপালা, ধানক্ষেতসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষ ও পশু-পাখিসহ বিভিন্ন প্রাণী নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষযে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার হয়নি। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের লোকজন ওই কারখানায় পরিদর্শনে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা কারখানা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন অ্যাড. বেলায়েত হোসেন চৌধুরী বাবু, এমদাদ হোসেন তুলা, আকবর হোসেন, মিজানুর রহমান মজনু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close