কুড়িগ্রাম প্রতিনিধি

  ২১ মে, ২০১৯

এসিআইয়ের লবণ রাখার দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও এসিআই কোম্পানির লবণ রাখার দায়ে কুড়িগ্রামে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়। গতকাল সোমবার দুপুরে জেলার রাজারহাট উপজেলার নাজিমখাঁন এলাকায় বিভিন্ন বাজারে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, মহামান্য হাইকোর্ট বিভিন্ন কোম্পানির নিম্নমান সম্পন্ন ৫২টি পণ্য বাজার হতে দ্রুত প্রত্যাহারের আদেশ প্রদানের পর বাজার তদারকির জন্য জেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় সোমবার রাজারহাট উপজেলার নাজিমখাঁন বাজার এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এসিআই কোম্পানির নি¤œমানের লবণ রাখার দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই সব প্রতিষ্ঠান থেকে ২৫ কেজি লবণ জব্দ করে তা নষ্ট করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল লতিফ ও রাজারহাট থানা পুলিশের একটি টিম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close