কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৯

‘মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ বন্ধ না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে’

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই দেশের উন্নয়ন করতে হলে এ সবের পাশাপাশি নারী নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধ করাও একান্ত প্রয়োজন। দেশ ও জাতীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা মাঠে নেমে কাজ করে যাচ্ছেন। গত শুক্রবার বিকেলে পিরোজপুরের কাউখালী থানার আয়োজনে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-নারী নির্যাতন বিরোধী সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় কৃতি ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ করা হয়।

পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, এএসপি কাজী শাহানেওয়াজ (পিপিএম- সেবা), উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, ইউএনও ইসরাত জাহান, ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আ.লীগের সহসভাপতি শাহ মোহাম্মদ কাউয়ুম, সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, জাতীয় পার্টিজেপি’র সম্পাদক শাহ আলম নসু, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, অধ্যক্ষ অলোক কর্মকার, অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির সম্পাদক গৌতম দাস প্রমুখ। পরে প্রধান অতিথি ৪৩জন শিক্ষক ও ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close