তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ২৪ মে, ২০১৮

তানোরে সাঁওতালদের শ্মশান দখল করে বসতি নির্মাণ!

রাজশাহীর তানোরে সাঁওতাল সম্প্রদায়ের প্রায় শত বছরের শ্মশান দখল করে প্রায় ১৫টি বসতঘর তোলা হয়েছে। উপজেলার বাধাইড় ইউপির সাঁওতাল অধ্যুষিত এলাকা হাঁপানিয়া মহিষপুকুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ২০১৬ সালের ৪ আগস্ট এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিথিত অভিযোগ করলেও শ্মশান উদ্ধারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। তানোর উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে প্রতিদিনের সংবাদকে বলেন, অবৈধ দখলদারদের কোনো বৈধতা নাই, তবে তাদের পেশীশক্তি ও প্রভাব প্রতিপত্তির কারণে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন শ্মশান উদ্ধার করতে পারছে না।

সরেজমিনে জানা গেছে, তানোরের বাধাইড় ইউপির দুর্গাপুর মৌজায় ৪৪ নম্বর দাগে ৩টি পুকুরসহ প্রায় চার একর ২৯ শতক সম্পত্তি রয়েছে ‘সাঁওতাল শ্মশানের’ নামে। ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের সময়ে স্থানীয় ভূমিদুস্যু সিন্ডিকেট চক্র বহিরাগতদের কাছে থেকে কয়েব লাখ টাকা হাতিয়ে নিয়ে সেখানে রাতারাতি প্রায় ১৫টি বসতি নির্মাণ ও তাদের কাছে পজিশন (দখল) হস্তান্তর করেছে। কিন্তু দখলদারদের পেশিশক্তির কারণে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন শ্মশানের দখল নিতে পারছেন না। স্থানীয় সাঁওতালরা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, রহস্যজনক কারণে প্রশাসনের কাছে থেকে তারা তেমন কোনো সহযোগীতা পাচ্ছেন না। হাঁপানিয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এ গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মোস্তফা, নূহ আলম বগা ও মোস্তফা মেম্বার বহিরাগতদের কাছে থেকে টাকা নিয়ে শ্মশান দখলে নেপথ্যে সহায়তা বসত ঘর নির্মাণ ও পজিশন বিক্রি করেছে। এছাড়াও ৩টি পুকুর মসজিদের নামে বহিরাগতদের কাছে ইজারা দিয়ে কয়েক লাখ টাকা আতœসাৎ করেছে। সাঁওতালরা শ্মশান উদ্ধার ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য (মেম্বার) মোস্তফাসহ অন্যরা অভিযোগ অস্বীকার করেন। অন্যরা কথা মেম্বার মোস্তফা প্রতিদিনের সংবাদকে বলেন, শ্মশান দখল হয়েছে সত্য। তবে এর সঙ্গে আমি সম্পৃক্ত নই।’ এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শওকাত আলী প্রতিদিনের সংবাদকে বলেন, এমন অভিযোগের বিষয় তার জানা নাই, কারণ অনেক আগে অভিযোগ করা হয়েছে। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে সাঁতালদের সঙ্গে কথা বলব

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist