নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৭

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনকে উত্তরায় দাফন

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা হয়েছে তার সাবেক কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির, বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জানাজায় অংশ নেন। জোহরের নামাজের পর উত্তরার ১২ নম্বরে এ বিচারপতির মরদেহ দাফন করা হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ জ্যেষ্ঠ আইনজীবীরাও উপস্থিত ছিলেন সাবেক এ প্রধান বিচারপতির জানাজায়। জোহরের নামাজের পর উত্তরার ১২ নম্বরে তার মরদেহ দাফন করা হয়।

বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়ে তার জানাজার পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দিনের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয় বলে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জানুয়ারি ভোরে মারা যান বিচারপতি এম এম রুহুল আমিন। ২০০৮ সালের ১ জুন থেকে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের ষোড়শ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৪২ সালে ২৩ মে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন রুহুল আমিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist