নিজস্ব প্রতিবেদক

  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

স্পিকারের সঙ্গে ইরান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইরানের সহায়তা প্রত্যাশা করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যা বর্তমানে বাংলাদেশের একটি জটিল ও গুরুত্বপূর্ণ সমস্যা। এ সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাভাদ জারিফ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাভাদ জারিফ ঢাকায় শুরু হওয়া ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতিবিষয়ক মন্ত্রিপর্যায়ের দুদিনব্যাপী সম্মেলনে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন। সাক্ষাৎকালে তারা সমুদ্র অর্থনীতির টেকসই ব্যবহার, রোহিঙ্গা ইস্যু, দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বর্তমান সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। এ সময় বাণিজ্যের প্রসার, জ্বালানি, ওষুধ ও তথ্য ও প্রযুক্তি বিশেষ করে সফটওয়্যার খাতে বিনিয়োগের বৃদ্ধিসহ পারস্পরিক সহায়তা বৃদ্ধির জন্য ইরানের প্রতি আহ্বান জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close