নিজস্ব প্রতিবেদক

  ১৫ মার্চ, ২০১৯

২৪ হাজার ইয়াবাসহ আটক ১

রাজধানীর তেজগাঁও থেকে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-২। আটক ব্যক্তি হলো মো. শামিম (৩০)। গোয়েন্দা তথ্যে বুধবার রাতে ফার্মগেটের একটি হাসপাতালের পাশে এ অভিযান চালানো হয়।

র‌্যাব বলছে, শামিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যে পাওয়া যায়, ফার্মগেটে একটি বেসরকারি হাসপাতালের পাশে মাদকের বড় একটি চালান হাতবদল হবে। এ তথ্যে রাতেই অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামির হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে কক্সবাজার, চট্টগ্রাম ও সীমান্ত শহর টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। দীর্ঘদিন থেকে তিনি মাদক ব্যবসায় জড়িত। আগেও বেশ কয়েকটি ইয়াবার বড় চালান এনে বিক্রি করেছে বলে স্বীকার করেছে সে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close