ক্রীড়া ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০১৯

ফ্লাওয়ার-ইসিবি সম্পর্কের ইতি!

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে এক যুগের সম্পর্কে ইতি ঘটতে যাচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ারের। অ্যাশলে জাইলস ম্যানেজিং ডিরেক্টর পদে বসার পর ইসিবিতে যে বড় রকমের পরিবর্তন আসছে, এটা তারই অংশ। ব্রিটিশ মিডিয়া অন্তত এমনটাই বলছে। জিম্বাবুয়ের সাবেক এই তারকা ব্যাটসম্যান পাঁচ বছর ধরে ইসিবির ডিরেক্টর ছিলেন। সে সময়ই টেস্টে বিশ্বের এক নম্বর দল হয় ইংল্যান্ড এবং ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে। পাঁচ বছর আগে ইংল্যান্ডের হেড কোচের পদ থেকে পদত্যাগের পর ৫১ বছরের ফ্লাওয়ারকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় ইসিবি। সে সময় ইংলিশ কাউন্টি দলগুলোর কোচদের প্রশিক্ষণের দায়িত্বও দেওয়া হয় তাকে। গত ডিসেম্বরে ইংলিশ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জাইলস দায়িত্ব নেওয়ার পর থেকেই তার সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয় ফ্লাওয়ারের। ব্রিটিশ মিডিয়াগুলোর মতে, তারই মূল্য চোকাতে হচ্ছে ফ্লাওয়ারকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close