কবির মাহমুদ

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

মায়ের ভাষা

পাকসেনারা চেয়েছিল

মায়ের মুখের সুর বুলি,

কেড়ে নিতে তাইতো তারা

ছুড়েছিল বোম-গুলি।

বুক চিতিয়ে দেয় ভাসিয়ে

রফিক শফিক বরকতে,

সালাম জব্বার আরো কত

প্রাণ দিয়েছে রাজপথে।

আমার ভাইয়ের রক্ত মিশে

আছে ভাষার বর্ণতে,

প্রাণে কেনা মায়ের বুলি

হৃদয় আঁকা স্বর্ণতে।

কুড়িয়ে পাওয়া নয়তো বুলি

রক্তে কেনা মন আকাশ,

বলছি কথা স্বাধীনভাবে

করছি মনের ভাব প্রকাশ।

ফাগুন মাসে আগুন ঝরে

দুপুর বেলার অক্তে,

মায়ের ভাষা পেলাম ফিরে

শহীদ ভাইয়ের রক্তে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close