জীবনযাপন ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৮

ফ্যাশনে সালোয়ারকামিজ

বাঙালি নারীর স্বপ্নময় পোশাক সালোয়ার-কামিজ। সালোয়ার-কামিজ আর ওড়না নারীকে করে একেবারে অনন্য। এই পোশাকে গোধূলি সন্ধ্যায় নিজেকে হারিয়ে ফেলা যেমন সহজ, তেমনি নারীর সৌন্দর্যকেও বাড়িয়ে তোলা সহজ। শাড়ির পাশাপাশি নারীদের এক চাহিদার নাম সালোয়ার-কামিজ। কী আছে এই সালোয়ার-কামিজে? সত্যিই এক জাদু আছে মনে হয়। তা নাহলে কেন এই পোশাক গর্বিত করে নারীকে। সালোয়ার-কামিজের সঙ্গে ওড়না ম্যাচিং করে নারী পায় এক অনবদ্য রূপ। আগের সালোয়ার-কামিজে বর্তমানে নতুনত্বের ছোঁয়া লেগেছে। ফ্যাশনপ্রিয়রা অনেকেই গ্রহণ করছে এসব পোশাক। বর্তমানে পাজামার ক্ষেত্রে ন্যারো পাজামা যেমন চলছে, তেমনি চলছে ঢোলা পাজামাও। পরতে আরাম দেখে এসব পাজামার চাহিদা অনেক বেশি। আবার সালোয়ার-কামিজে যুক্ত হয়েছে শার্ট। আর শীতের ছোঁয়ায় আবার এসবের সঙ্গে যুক্ত হয়েছে হুডিও। বলা যেতে পারে, এক ঢিলে দুই পাখি। সালোয়ার-কামিজের ট্রেন্ডটা লক্ষ্য করলে আরেকটা পাওয়া যায় তা হলো কুর্তি। আবার লং টাইপের গোল কামিজের চাহিদাও অনেক। বর্তমানে প্লাজোর চাহিদাও অনেক, যা কিনা সালোয়ার-কামিজের ট্রেন্ডে এনেছে বিশাল পরিবর্তন। তবে সালোয়ার-কামিজের সঙ্গে শার্টের অনবদ্য ম্যাচিংয়ে ঢোলা পাজামার ওপর ফ্যাশনপ্রেমীদের নজর অনেক বেশি। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাই সিম্পল পোশাকগুলোই বেশি খুঁজছেন। এখন আর আগের মতো উজ্জ্বল রঙের চাহিদা নেই বাজারে। এখন সবাই খুঁজছেন হালকা রং, প্রিন্ট বা হাতের কাজ। কামিজের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে কোটি, যা ভালো লাগার ক্ষেত্রটিকে আরো একধাপ এগিয়ে দেবে। তবে সবকিছুর মূল সালোয়ার কামিজ। শুধু যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হচ্ছে বাহারি সব ডিজাইন। আবার রঙের বেলায় ফ্যাশনপ্রেমীরা ঝুঁকছেন হালকা ব্লু, পিংক কিংবা পারপেল কালারের দিকে। হালকা কাজ করা ওড়নাও চলছে ভালোই, তবে ওড়নার ক্ষেত্রে রংটাই যেন বেশিই খেয়াল রাখতে হয়। পোশাকের এসব বাহারি সাজের মধ্যেও দামটাও হাতের মধ্যেই। শাহবাগের আজিজ সুপার মার্কেটে খুব সহজেই সিঙ্গেল কামিজ ৮০০ থেকে পাবেন ১২০০ বা ১৩০০ টাকায়। আবার সালোয়ার ৩৫০ টাকা থেকে শুরু হয়েছে। বিভিন্ন ডিজাইনের ঢোলা পাজামা ১০৫০ থেকে পাবেন। বাহারি সব ওড়না পাবেন ৩০০ টাকা থেকে। রাজধানীর গাউছিয়া সুপার মার্কেটেও একই দামে পাওয়া যাবে সালোয়ার-কামিজ। আর যদি একটু বেশি দামে কিনতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে আড়ং কিংবা অঞ্জনসের আউটলেটগুলোয়। এ ছাড়া বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের রয়েছে সালোয়ার-কামিজের নামি-দামি সব দোকান। এখানে আরো কম টাকায় পাবেন আইস বাইং, যা কিনা নারীদের চাওয়ার আরেক অংশ। নারীর পোশাক মানেই সালোয়ার-কামিজ, যা কিনা তাদের রূপের আরেক অহঙ্কার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist