নিজস্ব প্রতিবেদক

  ১১ জুলাই, ২০২০

করোনায় মৃত্যুর অর্ধেকই ঢাকায়

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে মোট ২ হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৭৯৯ জন (৭৯ দশমিক শূন্য ১ শতাংশ) এবং নারী ৪৭৬ জন (২০ দশমিক ৯২ শতাংশ)। মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে ৫০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ২৬ দশমিক ৪৬ শতাংশ, রাজশাহীতে ৫ দশমিক শূন্য ১ শতাংশ, খুলনায় ৪ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৩ দশমিক ৬০ শতাংশ, সিলেটে ৪ দশমিক ৩৫ শতাংশ, রংপুরে ৩ দশমিক ১২ শতাংশ ও ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ৪২ শতাংশের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ২ হাজার ৯৪৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ২৪ লাখ প্রায়। মৃতের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। তবে সোয়া ৭২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close