নিজস্ব প্রতিবেদক

  ০৫ এপ্রিল, ২০২০

যানবাহন চলাচল বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত

নভেল করোনাভাইরাসের মহামারি ঠেকাতে ‘শাটডাউনের’ মধ্যে সরকারের ছুটি বাড়ানোর ঘোষণার পর এবার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়ে বলেছে, পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের বলেন, এর আগে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছিল। আপনারা জানেন সরকার আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করেছে। এর ধারাবাহিকতায় জনসাধারণের স্বার্থ বিবেচনায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ করছি।

দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশেও সব অফিস আদালত এবং সড়ক, নৌ ও বিমান চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকতে বলা হয়েছে। সরকারি ভাষায় একে বলা হচ্ছে ‘ছুটি’। প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সময়ের জন্য এই নির্দেশনা জারি হলেও গত ৩১ মার্চ ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর আভাস দেন।

পরদিন জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ এপ্রিল পর্যন্ত ‘সাধারণ ছুটি’ ঘোষণা করে আদেশ জারি করে, যার সঙ্গে পরের দুই দিনের সাপ্তাহিক ছুটিও যোগ হবে বলে জানানো হয়। ওই আদেশে বলা হয়েছিল, মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে। কিন্তু যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্তও ১১ এপ্রিল পর্যন্তই বলবৎ থাকবে জানিয়ে ওবায়দুল কাদের শনিবার বলেন, সংকটে আমাদের দেশের পরিবহন অনেক গুরুত্বপূর্ণ ত্যাগ স্বীকার করেছে। এই সংকট আমাদের সবার। এই সংকট উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা যে নির্দেশনা দিয়েছেন, মেনে চলবেন। ১১ তারিখ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখবেন, পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close