পঞ্চগড় প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

চীনের মতো রেলব্যবস্থা চালু করা হবে

রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, দ্রুতগতির অত্যাধুনিক রেলব্যবস্থার কারণে যাত্রীসেবা বৃদ্ধি, সময় অপচয় রোধসহ চীনের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরির্বতন এসেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও অত্যাধুনিক রেলব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। গতকাল শুক্রবার জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মহাজনপাড়ায় নিজ বাসভবনে

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক দুস্থদের মাঝে বিতরণকালে একথা বলেন মন্ত্রী।

চেক বিতরণকালে অন্যদের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আলমগীর রহমান, থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান ও বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মানিক উপস্থিত ছিলেন। মন্ত্রীর নির্বাচনী এলাকা বোদা উপজেলার ২৬ জন দুস্থ-অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close