ক্রীড়া ডেস্ক

  ১৯ জুন, ২০১৯

টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ সাবেক তারকারা

ইংল্যান্ডের টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিশ্বের সাবেক বর্তমান ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররা।

টাইগারদের অভিনন্দন জানিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, কোনো দলকেই খাটো করে দেখা উচিত নয়, বিশেষ করে বিশ্বকাপের মতো আসরে যখন সবাই নিজেদের সেরাটা নিয়ে আসে। তিনি সাকিব আল হাসান-লিটন দাসের নৈপুণ্যের প্রশংসা করেন।

এদিকে টুইটারে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর শুভেচ্ছা বার্তায় ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসান।

টাইগারদের জয় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পাকিস্তানি পেস বোলার শোয়েব আক্তার। তিনি লিখেছেন, আমি আশা করি এখান থেকে আমরা কিছু শিখব। এভাবেই কোনো উইকেটে না হারিয়ে বড় লক্ষ্যমাত্রা তাড়া করা যায়।

নিজের টুইটে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান লিখেছেন, দক্ষিণ আফ্রিকার পর এখন ওয়েস্ট ইন্ডিজকে চমৎকারভাবে তাড়া করে জিতেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দুর্দান্ত নৈপুণ্যেই জিতেছে বাংলাদেশ।

সাকিব আল হাসানের প্রশংসা করে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড লিখেছেন, সাকিব যে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সেটাই কেবল সে প্রমাণ করেনি, সে জানান দিয়েছে সে একজন বিশ্বমানের ব্যাটসম্যানও। সাকিবকে শিকারের জন্য তিনি মুখিয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবের প্রশংসা করে ভারতের ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করেছেন।

পরপর কয়েকটি টুইট করে তিনি সাকিব ও বাংলাদেশের প্রশংসা করে লিখেছেন, আমি সত্যি সাকিবের ইনিংস উপভোগ করছি। সেটা কেবল সে রান পাচ্ছে বলে নয়, সঙ্গে দরকারের সময় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও।

আরেক টুইটে তিনি বলেছেন, তার দেখা বাংলাদেশের ম্যাচের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স।

ভারতের আরেক সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ টুইট করেছেন, বিশাল রান তারা কত সহজে তাড়া করেছে তা দেখে বিস্মিত হয়েছি। সাকিব দায়িত্বশীল হয়ে খেলেছে। সে পরপর দুটি সেঞ্চুরি পেয়েছে। তবে আমি মুগ্ধ হয়েছি তরুণ লিটন দাসের পরিপক্ব ব্যাটিং দেখে।

বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট টুইটারে লিখেছেন, সাকিবের সব থেকে বড় গুণ হচ্ছে ও সব সময় শোনে এবং শেখে। সে একদম বাচ্চাদের মতো। বাংলা করব জয় গানের উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, আজ রাতে বাঘের গর্জন চলছে, আর টাইগারদের জয়ে আমি খুবই খুশি।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক মোহনদাস মেনন টুইট করে, বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন। কেবল বন্দনা নয়, সাবেক তারকা খেলোয়াড়দের কেউ কেউ বাংলাদেশের জয়ে বিমর্ষ হয়েছেন। আবার সেটা সামাজিক মাধ্যমে প্রকাশ করতেও কুণ্ঠা করেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close