নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুন, ২০১৯

গ্রামে শহরের সুবিধা দিতে বিশেষ বরাদ্দ

আওয়ামী লীগ সরকারের নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবার গ্রামীণ উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়ে প্রস্তাবিত বাজেট প্রস্তাব তৈরি করেছেন। এতে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গিকার করেছেন। একইসঙ্গে গ্রামীণ উন্নয়নে বরাদ্দ বাড়িয়েছেন। এ অর্থে গ্রামের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামের হাট-বাজারগুলোকে অর্থনৈতিক পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ বিষয়ে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘গ্রাম হবে শহর’ সেøাগানকে সামনে রেখে বর্তমান সরকার পল্লী উন্নয়নকে রেখেছে অগ্রাধিকার তালিকায়। নির্বাচনী ইশতেহার ২০১৮ এ বর্ণিত ‘আমার গ্রাম আমার শহর’ এই ধারণাটিকে ভিত্তি করে গ্রামের সব বৈশিষ্ট বজায় রেখে গ্রাম পর্যায়ে কৃষি যন্ত্র সেবা কেন্দ্র ও ওয়ার্কশপ স্থাপন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, হালকা যন্ত্রপাতি তৈরি ও বাজারজাতকরণের ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। পল্লী এলাকায় উন্নত যোগাযোগ অবকাঠামো স্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ তৈরি, নিরাপদ পানি ও সেনিটেশন ব্যবস্থা প্রবর্তন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা প্রদানসহ প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সব সুবিধাদি প্রদান এবং নাগরিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে। এ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের জন্য আমরা প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close